
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় যাত্রা শুরু হয়েছে ভিক্টোরি স্পোর্টস এরিনা।
শনিবার (১৭জুন) হালিশহর আর্টিলারি ফায়ার রেঞ্জ সংলগ্ন সমুদ্র পাড়ের রোডে এর উদ্বোধন করা হয়।
স্পোর্টস গ্রাউন্ডটি উদ্বোধন করেন ২৬ নম্বর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, (১১,২৫,২৬) সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরহুরে আরা বেগম বিউটি, ভিক্টরি স্পোর্টস এরিনার স্বত্বাধিকারীরা সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা।
২৬ নম্বর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ বলেন, নগরায়নের ফলে খেলাধুলার আধুনিক স্থান হিসেবে হালিশহর এলাকায় ভিক্টরিস্পোর্টস এরিনা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এখানে তরুণ এবং কিশোর বয়সী ছেলেরা খেলাধূলার মাধ্যমে সুস্থ শরীরচর্চায় অভ্যস্ত হয়েউঠবে বলে আশা করছি।
অনুষ্ঠানে ভিক্টোরি স্পোর্টস এরিনা‘র উদ্যোক্তারা বলেন, তরুণ প্রজন্ম কিশোর গ্যাংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতেখেলাধুলার বিকল্প নেই। সুস্বাস্থ্যের মূলে শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য বিষয়। স্পোর্টস এরিনায় খেলাধুলার মাধ্যমে সকল বয়সী মানুষ প্রফুল্লের সাথে সময় উপভোগ করতে পারবে।