
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় রুই জাতীয় মাছের রেণু বিক্রি হবে বৃহস্পতিবার থেকে। নদীর দুই তীর রাউজানের গহিরা, বিনাজুরী, পশ্চিম গুজরা ও উরকিরচর ইউনিয়ন এবং হাটহাজারীর গড়দুয়ারা, উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব রেণুবিক্রি করা হবে।
(২২জুন) বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার বেশি রেণু বিক্রি করা হবে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। এদিকে ডেম থেকে রেণু ফোটাতে হালদাপাড়ে ব্যস্ত সময় পার করছেন ডিম সংগ্রহকারীরা।
ডিম সংগ্রহকারীদের কাছ থেকে জানা যায়, সাধারণত ডিম সংগ্রহের চারদিন থেকে রেণু বিক্রি শুরু হয়।
উল্লেখ্য যে, গত রবিবার হালদায় রুই জাতীয় মাছ (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) ডিম ছাড়ে। এবার কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণডিম ছাড়ায় খুশি ডিম সংগ্রহকারীরা।