নারীর ক্ষমতায়ন,উন্নয়ন ও সম্মৃদ্ধি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মূলনীতি এই শ্লোগান কে ধারন করে সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের বশির পাটোয়ারির উঠানে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭জুন) বিকালে নারী সমাবেশ অনুষ্ঠানে হারামিয়া ইউপি চেয়ারম্যান মো জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন।
নারী সমাবেশ অনুষ্ঠানে সাংসদ বিভিন্ন নারীদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো ইউপি চেয়ারম্যান কে নোট রাখতে বলেন। অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে সাংসদ বলেন, আপনাদের যে যে সমস্যার কথা বলেছন দ্রুত এসব সমস্যা সমাধান করা হবে আর ইতোমধ্যে রাস্তা সহ কয়েকটি উল্ল্যেখযোগ্য সমস্যার কাজ চলতেছে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য নারীদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সন্দ্বীপ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল আলম পারভেজ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারী সমাবেশ অনুষ্ঠানটি আয়োজন করে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনগুলো।