মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

হারানো মোবাইল ফোন খুঁজে দেওয়ার ‘মোবাইল জাদুকর’ মোসারফ হোসেন

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ৩১ ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ মোবাইল ফোন চুরি হওয়া বা ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে। এমন ঘটলে ফোনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিরদিনের মতো হারিয়ে যায়। ব্যক্তিগত গোপনীয় অনেক তথ্যও তখন অরক্ষিত হয়ে পড়ে। ফোন হারিয়ে বিপাকে পড়ে পুলিশের সহযোগিতা নেন অনেকে। এ ধরনের বিপদগ্রস্ত মানুষের ফোন নিয়মিত উদ্ধার করে বিশেষ সুনাম অর্জন করেছেন মোহাম্মদপুর থানার সকলের জনপ্রিয় (এএসআই) মোঃ মোশারফ হোসেন। কাজটিকে তিনি প্রায় শখের পর্যায়ে নিয়ে গেছেন। হারানো ফোন খুঁজে বের করার এই চ্যালেঞ্জ জয় করা তিনি দায়িত্ব বলে মনে করেন।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আজিজুল হক ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক ভুঞার সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোহাম্মদপুর থানার এএসআই মোঃ মোশারফ হোসেন আপ্রাণ চেষ্টা করে হারানো মোবাইল ফোন নিয়মিত উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিক কে বুঝিয়ে দিচ্ছেন।

৩ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুর লালমাটিয়া থেকে জুনাইদ হাসান নামের এক শিক্ষার্থীর মোবাইল ফোনটি হারিয়ে যায়। যার মডেল নং রেডমি নোট:১১। মোবাইল ফোন হারানো জিডি করেন মোহাম্মদপুর থানায়। জিডি করার ২৭ দিনের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে সোমবার (৩০ অক্টোবর) রাতে মোবাইলের প্রকৃত মালিক মো: জুনাইন হাসান কে বুঝিয়ে দেন, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আজিজুল হক এবং মোহাম্মদপুর থানার এএসআই মোঃ মোশারফ হোসেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইলের প্রকৃত মালিক জুনাইদ হাসান ও তার বাবা জাহিদ হাসান এবং ভাগীনা আলী আব্বাস, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আজিজুল হক ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক ভুঞা এবং এএসআই মোঃ মোশারফ হোসেন কে ধন্যবাদ জানান।

হারানো মোবাইল ফোন নিয়মিত উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিক কে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে এএসআই মোঃ মোশারফ হোসেন বলেন, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আজিজুল হক স্যার ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক ভুঞা স্যারের উৎসাহ ও নির্দেশনায় এই সেবা দ্রুত দিয়ে যাচ্ছি। ‘হারানো মোবাইল ফোন ফিরে পেলে মানুষ যতটা খুশি হয় তা আমার জন্য পরম আনন্দের। আমি সব সময় এ ধরনের ঘটনা ঘটলে গুরুত্ব দেই। সর্বোচ্চ চেষ্টা করি মোবাইল ফোন খুঁজে দেওয়ার।’ যতদিন আমার এই সেবা করার সুযোগ থাকবে ততদিন আমি এভাবেই সাধারণ জনগণকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।

ADVERTISEMENT

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং …

বান্দরবানের লামায় জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আহত ও বীর শহীদদের স্মরণে স্মরণসভা-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ই ডিসেম্বর) …

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর সভ্যতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক …