![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
মো: নুর ইসলাম সবুজ,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটার সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ নুর ইসলাম বুলুর বিরুদ্ধে। এতে দুটি পরিবার অবরুদ্ধ অবস্থায় পড়েছে এবং বাড়ির শিশুদের গর্তে পড়ে আহত হওয়ার শঙ্কায় রয়েছে।
রবিবার দুপুরে ভুক্তভোগী মতিয়ার রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর আগে শনিবার, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন গ্রাম পুলিশ নুর ইসলাম বুলু (৪০), জোবেদ আলী (৬০), জলিল (৬০), নুলু (৩৮), ও ছালাম (২৮)।
ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ বুলুদের সঙ্গে বিরোধ চলছে। শনিবার দুপুরে বুলু ও তার লোকজন তার বাড়ির সামনে বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেয় এবং বেশ কয়েকটি গর্ত খুঁড়ে রাখে। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় বাধা দিতে আসা নারীদের ভয়ভীতি দেখানো হয়।
সরেজমিনে দেখা গেছে, বাড়ির সামনের উঠানে গর্ত খোঁড়া এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে। এতে দুই পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না।
মতিয়ার রহমান বলেন, “আমাদের দাদা-পরদাদার সময় থেকে আমরা এখানে বসবাস করছি। জমি তাদের হলে আমরা সমাধানে রাজি আছি। কিন্তু তারা জোরপূর্বক রাস্তা বন্ধ করেছে। এখন বাড়ি থেকে বের হতে পারছি না। থানায় অভিযোগ দিয়েছি, সঠিক বিচার চাই।”
মতিয়ারের ছোট ভাইয়ের স্ত্রী পারুল বলেন, “পুরুষ সদস্যরা না থাকায় তারা সুযোগ নিয়ে রাস্তা বন্ধ করেছে। ছোট বাচ্চারা গর্তে পড়ে আহত হতে পারে, যা আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।”
গ্রাম পুলিশ নুর ইসলাম বুলু বলেন, “আমি আমার জমিতে বেড়া দিয়েছি এবং গর্ত খুঁড়েছি। তাদের চলাচলের রাস্তা খোলা রয়েছে।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচার এবং অবরুদ্ধ অবস্থার অবসান চেয়েছেন।