মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নিঝুম দ্বীপে জমি দখলে নিতে বাড়িতে সন্ত্রাসীদের হামলা, লুটপাট করেন। খবির উদ্দীনের বাড়ি তে হাতিয়া নিঝুম দ্বীপ ৫ নং ওয়ার্ড মুন্সিগ্রাম এবং নিঝুম দ্বীপ থানার দক্ষিণ-পশ্চিমে কর্নারে পেশাগত উনি কৃষক ৫ ই আগস্ট দিবাগত রাত প্রায় তিনটার দিকে বাড়িতে হামলা হয়।বাড়িতে ভাঙচুর মালামাল লুটপাট করে নিয়ে গেছে
খবির উদ্দিনের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আবু মাঝি ,ইসলাম মাঝি, রশিদ, বেলাল, বাবুল,সহ ১০ থেকে ১২ জন এ হামলা করেন।
খবিরে বলেন ঘর বাড়ি নির্মাণ করেন ২০০১ সালে থেকে ২০২৪ পর্যন্ত বসবাস করি এই জায়গাটা খাস জায়গা এবং আমি মালিক থেকে স্ট্রামে খরিদ করছি , আরো আমি সহআরো ১১০০ পরিবার বসবাস করে এই খাস জমিতে আমি একটা ঘর হাসি সংস্থা থেকে পাইছি এবং স্থানীয় কিছু লোকজন হুমকি দিয়ে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দেয় ওদের দাবি ২ লক্ষ টাকা দিলে আমাকে আমার নিজের বাড়িতে ঢুকতে দিবে আমি টাকাটা দিতে পারি নাই, এইজন্য আমার স্ত্রীকে ঘরের সাথে বেঁধে রাখে আমার পরিবার সহ প্রায় এক মাস ২০ দিন ঘরছাড়া আবু মাঝি নামে এক ব্যক্তি তাকে উচ্ছেদ করতে এসব করাচ্ছেন।