
মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া উপজেলা ২নং চানন্দী ইউনিয়নে অসহায় পরিবারের জায়গায় ভেরিবাধ নির্মাণে সরকারি একোয়ারের ক্ষতিপূরণ পাইনি ক্ষতিগ্রস্ত পরিবার। তাই তাদের ন্যায্য টাকা পাওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে ।
গতকাল (১০ফেবরুয়ারী) সোমবার বেলা ৪টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলা ২নং চানন্দী ইউনিয়নের আলামিন বাজারে কয়েকশ ক্ষতিগ্রস্ত পরিবার ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন,হাতিয়া থানা উত্তর শাখা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম,২ নং চানন্দী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েত হোসেন, জিয়া সমাজতান্ত্রিক দলের সভাপতি বাহার,সমাজ সেবক মান্নানসহ অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজ,আশ্রাফ,ফরিদুল আমিন, মোঃ নুরনবী,মোঃ নবির,রশীদ মাঝি,সিরাজ উদ্দিন, মোঃ খোকন,হেলাল, আনোয়ার, ইউছুফ,দুলাল, নুরুল ইসলাম, মোঃ কাশেম, আবদুল মুনাফ,কামাল, মাইন উদ্দিন ড্রাইভার, রাহেনা আক্তার, মনোয়ারা, সুফিয়া,রুহুল আমিন,আলা উদ্দিনসহ আরো অনেকে।
ভিক্ষোভ মিছিল শেষে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন সাবেক এমপি মোহাম্মদ আলীর শীর্ষ সন্ত্রাসী রহমান মেম্বারকে ৬ লাখ টাকা চাঁদা দিয়েও মোহাম্মদ আলীর আরেক সন্ত্রাসী বগা আলা উদ্দিনের মাধ্যমে কাজটা নেয়। কাজের মোট বরাদ্দ হয় ৭৬ লাখ টাকা। কাজের পরিমাণ ৪ কি:মি:। যা আজিম ঘাট বাজারের পশ্চিমে বেড়ির মাথা থেকে আল আমিন বাজারের পশ্চিম পর্যন্ত। যাদের জমি থেকে মাটি নিয়ে বেড়ির কাজ করা হয়ছে তাদের মাটির টাকা পানি উন্নয়ন বোর্ড় থেকে বরাদ্দ থাকলেও সাবেক এমপি মোহাম্মদ আলীর সময়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা না দিয়ে কাজ করতো। এখনও সাবেক এমপি মোহাম্মদ আলীর, সন্ত্রাসী যুবলীগ শাহারাজ ও বিএনপির নামধারী খেবা জহির ও তার সন্ত্রাসী দলবল রান্দা ও বগি-দা বাহিনীর সদস্য চোরা মিলন, মোবারক, ইব্রাহিম, হকসাব, হাছান, রাশেদ, শাহেদসহ আরো অনেকে বেড়ির উপর চেয়ার ফেলে বসে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় বেড়ির রিপারিং এর কাজ করে। যাতে করে ভোক্তভোগী মানুষ ভয়ে আতংকিত হয়ে মাটির টাকা চাওয়ার সাহস না পায়।
ভুক্তভোগীরা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা না দিবে ততক্ষণ পর্যন্ত বেডিবাদের নির্মাণ কাজ বন্ধ থাকবে। এবং ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবর স্মারকলিপি দিবে বলে জানান ।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের ফোনে সংযোগ পাওয়া যায়নি।