মোজাহের ইসলাম নাঈম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া।এই দ্বীপে অন্যান্য ঘাটের চেয়ে,সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী তমরদ্দি,নলচিরা,চেয়ারম্যানঘাটসহ ৩টি লঞ্চঘাট রয়েছে।গত ১৮ /০৮/২৪ ইং তারিখে ইজারাদারগন BIWTA কর্তৃক চুক্তিভিত্তিক রায় পাওয়ার পর ঘাটে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারিনি।এদিকে শত বাঁধা অতিক্রম করে দীর্ঘ ১২ দিন পর এই ঘাটগুলো ফিরে পেয়ে খুশি হন ইজারাদার মালিক।
গতকাল ( ৩০ আগষ্ট) রোজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইজারদার মালিকদের কাগজপত্র যাচাইবাচাইসহ হাতিয়ার গুরুত্বপূর্ণ ৩টি লঞ্চঘাট নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা,নৌ বাহিনীর লেফটেন্যান্ট মাসুম,BIWTA এর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোঃকামরুজ্জামান,হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ,এছাড়া তমরদ্দি লঞ্চঘাটের ইজারদার হাতিয়া উপজেলা ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ইয়াকুব আলী,বিশিষ্ট সমাজসেবক কাজী আনোয়ার হোসেন,মোঃআলমগীর হোসেন,ডাঃ নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী নীরব খাঁনসহ আরও অনেকে।পরে ঐ বৈঠকে সিদ্ধান্ত হয় যে,ঘাট চলাকালীন সময় কোন প্রকার যাত্রীরা যেন হয়রানি শিকার না হয়।যাত্রীদের সাথে স্রীট্রাক,লঞ্চ,ট্রলার,স্পীড বোটে ভাড়া নিয়ে বির্তক সৃষ্টি না হয়।সঠিক ভাড়া ছাড়া কোন অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয়।এছাড়া যাত্রীদের খারাপ আচরণ করাও যাবেনা।অতিরিক্ত যাত্রী ঢাকার লঞ্চ,স্রীট্রাক, ট্রলার,স্পীড বোটে নেয়া যাবেনা।যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়া লঞ্চ কেবিন নিয়ে কোন প্রকার হয়রানি করা যাবেনা। কর্তৃকপক্ষের নিকট যেন কোন প্রকার অভিযোগ না আসে সেজন্য সর্তক করেন।যদি ঘাটে কারো বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে তাকে ঘাট থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বৈঠক শেষে নৌবাহিনী লেফটেন্যান্ট মাসুম, BIWTA এর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোঃ কামরুজ্জামান তমরদ্দি লঞ্চঘাটে এসে ইজারাদার মোঃ ইয়াকুব আলীকে তমরদ্দি ঘাট স্থানীয় লোকজনের উপস্থিতিতে বুঝিয়ে দেন।
ইজারাদার ইয়াকুব আলী ঘাটে গিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন এছাড়া ঘাট শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।ঘাটসর্দার ও ঘাটশ্রমিকদের সাথে তিনি ঘন্টাব্যাপী মতবিনিময় করেন তাদেরকে সুন্দর ভাবে ঘাট পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন।
তাং ৩১/০৮/২৪ ইং