বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১৫টি সরকারি গাছ চুরির অভিযোগ

Logo
Md. Omar Faruque Khan Zubayer শুক্রবার, ১২ ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের ব্যবসায়ী ও সাওপাড়া গ্রামের বাসিন্দা শামসুল হুদার বিরুদ্ধে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১৫টি সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। এদিকে কর্তন করা গাছগুলো ১০ মে বুধবার রাতের আধারে অন্যত্র সরিয়েও ফেলা হয়েছে। প্রায় ২ লক্ষাধিক টাকা মুল্যের সরকারি ওই গাছগুলো উদ্ধার করে তার বিরুদ্ধে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়েএক প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চড়িয়া উজির (সাওপাড়া) গ্রামের ভোলা মাস্টারের ছেলে শামছুল হুদা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর নামক স্থানে নেছারিয়া হোটেলের পূর্ব ও মহাসড়কের উত্তর পাশে হোটেল স্থাপনের জন্য নিজের জায়গার সাথে সংযুক্ত সরকারি খাস জায়গা দখল করে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই মাটি ভরাটের কাজ শুরু করেছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি গত ৯ মে মঙ্গলবার রাতে মহাসড়কের ১৫টি সরকারি গাছ কেটে গোলাই করে পাশের জমিতে ফেলে রাখেন। একপর্যায়ে এ নিয়ে এলাকার লোকজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তিনি রাতের আধারে সেখান থেকে গাছগুলো সরিয়ে ফেলেছেন। এভাবে সরকারি গাছ কেটে সরকারের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন বলে দাবী স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, গাছের গোড়াগুলো অদৃশ্য করতে মাটি ফেলে গাছের গোড়াগুলো ঢেকে দেওয়া হয়েছে। অপরদিকে প্রভাবশালী কোন ব্যক্তির ছত্রছায়ায় প্রশাসনকে ম্যানেজ করে এ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন শামছুল হুদা। স্থানীয়রা মনে করেন, এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে রাস্তার ধারে জমি এমন অনেকেই একই কাজ করতে পারেন।

ADVERTISEMENT

ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১২ নভেম্বর বিকাল ৫ টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ …

দেলোয়ার হোসেন রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছেলের মামলা ও নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধা মা। আয়েশা আক্তার (৭৯) নামে ভুক্তভোগী ওই …