বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

হাটহাজারী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত

Logo
ifnews05@gmail.com সোমবার, ২০ ২০২৩, ২:২৫ অপরাহ্ণ

হাটহাজারী প্রতিনিধি- হাটহাজারী প্রেস ক্লাবের বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের (২০২৪২০২৫) জন্য  নতুন কার্যকরী কমিটিগঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভা সদরের উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এইকমিটি ঘোষণা করা হয়।

এরমধ্যে গত শনিবার (১৮ নভেম্বর) সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন সভাপতি কেশব কুমার বড়ুয়া (আজাদী/দেশ রূপান্তর), সিনিয়র সহসভাপতি দিদারুল আলম দুলাল(সম্পাদকউত্তর চট্টলা), সহসভাপতি মোহাম্মদ হোসেন (দৈনিক আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী(আজকের পত্রিকা), সহসম্পাদক খোরশেদ আলম শিমুল (মানবকন্ঠ/পূর্বকোণ), সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব (যুগান্তর/পূর্বদেশ), অর্থ সম্পাদক আজিজুল ইসলাম (আমাদের সময়), দফতর সম্পাদক মো. আলাউদ্দীন (আমাদের অর্থনীতি/একুশেপত্রিকা), প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম (সুপ্রভাত বাংলাদেশ), নির্বাহী সদস্য শিমুল মহাজন (উত্তর চট্টলা) এবং নির্বাহীসদস্য আসলাম পারভেজ (ইনকিলাব/চট্টগ্রাম মঞ্চ)

এর আগে প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্তসাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিনজন নতুন সদস্যকে প্রেস ক্লাবের প্রাথমিক সদস্য পদ দেয়া হয়েছে। তারা হলেন মো. পারভেজ(সময়ের কাগজ), গিয়াস উদ্দিন  (এনটিভি) কুতুব উদ্দিন  (হাটহাজারী বার্তা)

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেস ক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেস ক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেস ক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …