হাটহাজারী প্রতিনিধি – চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহসাতজন নিহত হয়েছেন। এইনদুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানায় পুলিশ।
৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেইচন্দনাইশ উপজেলার মোহাম্মপুর এলাকার দুলাল মাস্টারের বাড়ির বাসিন্দা।
নিহতরা হলেন– দ্বীপ (৩), দিগন্ত (৩), বর্ষা (১০), শ্রাবন্তী (১৮), বিপ্লব দাশ (২৭), রিতা রাণী দাশ (৪০), ছিনুবালা দাশ (৫৫)।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনারখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।