
মোঃ নুরনবী
ঠাকুরগাঁও থেকেঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হওয়া তিন বাংলাদেশিকে ফেরত এনেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বিজিবির তৎপরতা, নিরলস প্রচেষ্টা এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
০২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১০:৪০ ঘটিকায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস (হরিপুর, ঠাকুরগাঁও) এর বিপরীতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ওয়ালীগড়’ নামক স্থানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭২/ওয়ালীগড় ক্যাম্পের টহলদল তিনজন বাংলাদেশিকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—
১. শ্রী তুলান পাল (২৪), পিতা-স্বাধীন পাল, গ্রাম+পোস্ট-লাহেড়ী বাজার, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।
২. শ্রী মিঠুন সিংহ (১৫), পিতা-দুখু সিংহ, গ্রাম+পোস্ট-লাহেড়ী বাজার, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।
৩. শ্রী মনোহরি চন্দ্র সিংহ (২১), পিতা-মেঘলাল চন্দ্র সিংহ, গ্রাম-আলোয়াখোয়া, পোস্ট-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়।
এই ঘটনার পরপরই ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ শুরু করে এবং আটক ব্যক্তিদের ফেরত আনার উদ্যোগ নেয়। একাধিক প্রচেষ্টার পর, ০৩ মার্চ ২০২৫ তারিখ দুপুর ১২:২০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃত বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি আটক ব্যক্তিদের হরিপুর থানায় সোপর্দ করেছে।