
শাহ ইমরান শাহীন- ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সারাদেশে জামাত–বিএনপি‘র ডাকা তৃতীয় দফা হরতাল অবরোধের শেষ দিনে হরতাল ও অবরোধের বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সীতাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে অবস্থান কর্মসূচি,শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো।
এর ধারাবাহিকতায় সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে শান্তি সমাবেশ ও প্রতিবাদীমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদমিয়া। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন। সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ ভূঁইয়া। ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সীতাকুন্ড উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ জিলানী। সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি ইলিয়াস কাঞ্চন। সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি রিপন মাহমুদ। ৪ নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন সহ বিভিন্ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ,তাঁতিলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাকুন্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন। জামাত বিএনপিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না।তাদেরকে রুখে দাঁড়াতে হবে আগামী দ্বাদশ জাতীয়সংসদ নির্বাচনে।যেন কোন রকমের অরাজকতা সৃষ্টি করতে না পারে। কোন রকমের হট্টগোল সৃষ্টি করতে না পারে।সেদিকে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি–জামাত যেখানে প্রতিবাদ হবে সেখানে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল ভাটিয়ারী শহীদ মিনার প্রাঙ্গণ ও ভাটিয়ারী বাজার।