
খাদেমুল ইসলাম– বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর বিএনপির ডাকা হরতাল চললেও তার প্রভাব দেখা যায়নি চট্টগ্রাম নগরীতে ।
রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে নগরীতে সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে আগ্রাবাদ,টাইগার পাস, কাজীর দেউড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় হরতাল চললেও নগরীতে গনপরিবহন চলছে।
ব্যক্তিগত গাড়ী কম দেখা গেলেও রাস্তায় প্রচুর সিএনজি ,মোটর সাইকেল ও রিক্সা দেখা গেছে। শহরে হরতালের সমর্থনে বিএনপির কোন নেতা কর্মীকে তেমন কোন মিছিল ও মিটিং করতে দেখা যায়নি। দুপুর ১ টায় সরেজমিনে বিএনপির চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়।সেখানে কোন নেতা কর্মীর অবস্থান দেখতে পায়না যায়নি। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের টহল দিতে দেখা যায় এবং বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক চলাচল দেখে গেছে রাস্তায় ।
এদিকে রোববার (৫ নভেম্বর) ভোরে পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, ভোরে রাস্তার পাশে গাড়ি রেখে চালক নামাজ পড়তে গেলে কয়েকজন লোক এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পতেঙ্গা থানার উপ পরিদর্শক (ওসি) মো. ফিরোজ বলেন বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে রেখে ফজরের নামাজ পড়তে গেলে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়।
এদিকে সকাল থেকে চট্টগ্রাম নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হরতাল বিরোধী অবস্থান নিতে দেখা গেছে৷