শাহরিয়ার সুমন
১৮ নভেম্বর বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের নির্ধারিত সময়ের ৭ ঘন্টা পূর্বেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে শুরু করে দিয়েছেহরতালের কার্যক্রম।
রবিবার ১৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৯টার সময়ে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এর সম্মুখে আরাকানসড়কের উপর দাড়িয়ে থাকা একটি বাসে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে, অগ্নিকান্ডের সময়ে চট্টগ্রাম অভ্যন্তরিন রুটের শহরগামী চট্টমেট্টো “চ” ১১–২৪২২ নম্বরের বাসটিতেকোন যাত্রী দেখা যায়নি।
এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসে আগুন লাগানোর বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির‘কে জানতে চাইলে তিনি দৈনিক সরেজমিন‘কে বলেনযে, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি এবং অগ্নি নির্বাপণের ব্যবস্থা নিয়েছি।
এসময় তিনি আরও বলে; বাসটিতে কে বা কারা অগ্নি সংযোগ করেছে এবিষয়ে এই মুহুর্তে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।তবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত থাকা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচারেরজন্য সহায়তা করবো।
রবিবার–সোমবার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপিরনেতৃত্বে বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।
এদিকে রোববার সকাল থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছেবাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।