
সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপগানসহ রব্বান মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক রব্বান মিয়া (৪০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে একটি পাইপগান, একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, কাঠের তৈরি একটি টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। অস্ত্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদরুল হাসান খান, এতে এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই সুমন্ত কুমার নাথসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত রব্বান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।