
আজিজুর রহমান জয়, জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারঘাট থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে এলাকাবাসী। গত রোববার বিকেলে ৯ নং রানীগাও ইউপির পারকো চা বাগান এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে উপজেলা রশিদপুর ও পারকুল চা বাগান এলাকায় বেশ কিছু মায়া রয়েছে। সাম্প্রতিক সময়ে রশিদপুর বনাঞ্চলের পাশে হাতিমারা চা বাগানের আগাছা পরিষ্কার এর উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় কর্তৃপক্ষ।
এ সময়ে আশেপাশের বনাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হরিণগুলো অনেকটা অসহায় হয়ে আশ্রয়ের সন্ধানে দিক-বেদিক ছড়িয়ে পড়ে ও খাবারের খোঁজে লোকালয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় কিছু লোক হরিণ থেকে দাওয়া করে ধরে ফেলে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো : তোফায়েল আহমেদ চৌধুরী বলেন হরিণটির বয়স আনুমানিক দুই বছর।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর এর সহায়তায় মায়া হরিণটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করে।