
সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় থেকে ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সদস্য জামাল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৯।গত ১৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়। সে বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।গত ০৫ আগস্ট বিগত সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।তার বিরোদ্ধে বাহুবল থানার মামলা নং-০৪ তারিখঃ ০৬/১১/২০২৪ খ্রিঃ,
ধারা-৩৯৫/৩৯৭/৪১২/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে ডাকাতি মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাহুবল থানায় হস্তান্তর করে র্যাব।র্যাবের দাবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।