সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

সৌদি আরবে World Trade Expoতে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Logo
Desk Report 2 বুধবার, ১১ ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ

আনিসুর রহমান পলাশ,

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড, জেদ্দা, সৌদি আরবে আয়োজিত World Trade Expoতে অংশগ্রহণ করেছে। Icon International for Exhibition & Conference আয়োজিত এই এক্সপো ১০-১২ তারিখ পর্যন্ত Jeddah Center for Exhibitions & Events – এ অনুষ্ঠিত হচ্ছে।

মিয়া মো: মাইনুল কবির, কনসাল জেনারেল, জেদ্দা, সৈয়দা নাহিদা হাবিবা, কমার্শিয়াল কাউন্সেলর, জেদ্দা, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, Icon International for Conference এর CEO Mr. Waleed Waked (ওয়ালিদ ওয়াকেদ), HMS Leather এর স্বত্বাধিকারী জনাব হাজি মো: শাহজাহান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবাদি বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে।

ADVERTISEMENT

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদীতে পাওয়া গেল ‘স্কুলছাত্র অয়নের’ লাশ। রোববার বিকেলে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্হায় জব্দ করেছে র‍্যাব। এসময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক …