রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস।

Logo
Desk Report 2 সোমবার, ১৮ ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

আনিছুর রহমান পলাশ,
স্টাফ রিপোর্টার:

বিশ্বের নানান দেশে কনসার্টে গানের তালে তালে মঞ্চ মাতান নগরবাউল জেমস। এবার প্রথমবারের মতো সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইবেন।আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস ও তার দল। ২২ নভেম্বর দেশটিতে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়া ঠাকুর বলেন, রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।
জানা গেছে, রক্ষণশীলতার মোড়ক থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার অধীনে ২০১৮ সালে বিনোদন জগত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির।
সেই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
গেল ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে আগামী ৩০ নভেম্বর। আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য এক সপ্তাহ বরাদ্দ করা হয়েছে। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে। সেখানে গানের জাদুতে দর্শকদের মাতিয়ে তুলবেন জেমস

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …