সাউকি বিপ্লব, নিজস্ব সংবাদদাতাঃ
গত বছর ২০২৩ মুনাফার উপর কর্মকর্তাদের মাত্র ৩ টি বেসিক ইনসেন্টিভ মন্ত্রনালয় থেকে অনুমোদিত হওয়ার প্রতিবাদে কাল সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ ফ্লোরে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এবং সিবিএ এর নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরুকরে।
এসময় সাধারন কর্মকর্তারাও একাত্বতা ঘোষনা করে প্রতিবাদ কর্মসুচিতে বিক্ষোভ করতে থাকে। তখন চিপ এক্সিকিউটিভ অফিসার জনাব আফজাল করিম এর সাথে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক কমিটির সভাপতি জহুরুল ইসলাম সজিব এবং মোজাম্মেল হক লেনিন সহ অন্যান্য নেতৃবৃন্দের এ বিষয়ে বিষদ আলোচনা হয় এবং সিইও সাহেব এবিষয়ে সকলকে আশ্বস্থ করেন যে আপনাদের যোক্তিক দাবী নিয়ে আমরা বোর্ডের সাথে কথা বলবো দেখা যাক আপনারা ধৈয্য ধরেন।
নেতা কর্মিদের দাবী ২০২২ সালে যা মুনাফা হয়েছিল তার উপর গত বছর ৪.৫ টি বেসিক ইনসেন্টিভ দেয়া হয়, অথচ ২০২৩ সালে ২০২২ সালের প্রায় দ্বিগুন মুনাফা হলেও ইনসেন্টিভ মাত্র ৩টা যা গত বারের তুলনায় ১.৫ কম এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই প্রতিবাদ সারা বাংলাদেশে ১২৩০টি শাখায় শুরু হয়েছে। এখানে মন্ত্রনালয়ের সেচ্ছাচারীতা ব্যাংকার রা মেনে নিবে না। কারন ব্যাংকাররা সারাবছর পরিশ্রম করে মুনাফা অর্জন করে বছর শেষে তার উপরে ইনসেন্টিভ দেয়া হয়, এখানে তাদের ইনকাম থেকে তাদেরকে উতসাহ বোনাস দেয়া হয় সেখানে মন্ত্রনালয় হস্তক্ষেপ করবে কেন, ব্যাংক ম্যানেজমেন্ট ও সেটা মেনে নিবে কেন।