বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

সোনামসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণ (৪৭৪বোতল) ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি

Logo
Desk Report 2 শুক্রবার, ২৩ ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ

মোঃ ইসারুল, নিজস্ব প্রতিবেদকঃ

বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের ব্যাপারে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন।

মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৩ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক রাত ১২:০০ ঘটিকার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

এই প্রেক্ষিতে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় সুবিধাজনক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

একপর্যায়ে আনুমানিক রাত ১২০০ ঘটিকায় ভারতীয় চোরাকারবারীরা ০২টি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের অভ্যন্তর হতে পাগলা নদীতে ভাসিয়ে দিলে তা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহলদল তা দেখতে পেয়ে বস্তা ০২টি উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল বস্তা ০২টি খুলে বস্তার ভিতর হতে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …