শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

সোনাইমুড়িতে সাংবাদিকের উপর হামলা।

Logo
ডেস্ক রিপোর্ট বুধবার, ২৬ ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

 

মোজাহের ইসলাম নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
এমপির পোল সংলগ্ন লিটনের ওয়ার্কশপের সামনে দৈনিক জাতীয় মুক্ত খবর ও ভোরেরচেতনা পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম এরশাদের মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেলে থাকা সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ও তারই ছোট বোন তানজিনা আক্তারেৱ উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী ও ইয়াবা সেবক সর্বহারাৱ ছেলে মোঃ হারুন(৫২) মৃত হাফিজ মিয়ার ছেলে মো, আনোয়ার, মৃত শামসুল হকের ছেলে সন্ত্রাসী সুজন,
হারুনের ছেলে এলাকা অতিষ্ঠকারী রিজান,ও রাতুল,
শামসুল হকের ছেলে রফিক ও শাকিলসহ দলবদ্ধ ১০ / ১৫ জন সন্ত্রাসী একযোগে হামলা চালিয়ে মোটরসাইকেল চিনি নেয়।
মোটরসাইকেলে থাকা ব্যাগে ২ লক্ষ ৭৮ হাজারও নিউজ এর কাজে ব্যবহৃত একটি হ্যান্ড ক্যামেরা
সাংবাদিক নজরুল ইসলামের ছোট বোন তানজিনা আক্তারের গলায় থাকা ১১ আনা একটি স্বর্ণের চেইন পাঁচ আনা ওজনের কানের দুল কান থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।তানজিনা আক্তার এর গায়ে থাকা বোরকা ও জামা চিড়ে শ্লীললতা হানি করে।
এমত অবস্থায় ৯৯৯ ফোন করলে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।
ভিকটিম সাংবাদিক নজরুল ইসলাম ও তার বোন তানজিনা আক্তার কে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এতেও ক্ষান্ত না হয়ে সন্ত্রাসী ইয়াবা সেবনকারী মোঃ হারুন উল্টো সাংবাদিকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং নিজেকে নির্দোষ প্রমাণে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় এ সন্ত্রাসীদের গডফাদার একাধিক মামলার আসামি স্থানীয় খায়েজ আহমেদের ছেলে শিব্বির ও কাজী ফয়েজ ৭ নং বজরা ইউনিয়নের চনগাঁও গ্রামের,মৃত মমতাজ মিয়ার ছেলে দালাল কবিরা।

ADVERTISEMENT

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে …