আনিসুর রহমান পলাশঃ
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ’র আইকনিক অ্যাওয়ার্ডে সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রতি সপ্তাহেই নিয়মিত বিভিন্ন আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর অধিকাংশ অনুষ্ঠানই এখন সঞ্চালনা করেন সোনিয়া।
উপস্থাপনা ও পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোনিয়া বলেন,‘কাজের জন্য পুরস্কার প্রাপ্তি দারুণভাবে আনন্দ দেয়। সাংস্কৃতিক অঙ্গনে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছি। প্রতিনিয়তই নিজেকে নতুন করেই উপস্থাপন করতে চাই কাজের ভেতরে। এর ভেতরে একজন নারী হিসেবে বাধা আসে যেমন, নানান বুলিংয়ের শিকারও হতে হয় কিছু নোংরা মানুষের। তবে সমাজে ভালো কিছু মানুষের অনুপ্রেরণা পাই বলেই কাজ করে যেতে পারি।
উল্লেখ্য, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন। সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। ২০১৯ সালে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমেরিকা সফরে আসে। সেবার সোনিয়া উত্তর আমেরিকায় তাদের অফিশিয়াল পার্টনার হিসেবে কাজ করেন।
ব্যক্তিজীবনে এর মাঝে এস আই টুটুলের সাথে ঘর সংসারের খবরও প্রকাশ পায়। যদিও সে সম্পর্ক বা সংসার যাই বলা হোক না কেন তা টেকেনি। বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে পৃথিবীর বহু দেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরে বাংলাদেশ সাংস্কৃতিক দলের হয়ে পারফরমেন্স করেন। তখন থেকে নাচের পাশাপাশি মডেলিং শুরু করেন। পরে শুরু করেন উপস্থাপনা। বর্তমানে উপস্থাপনা নিয়েই তাঁর সব ব্যস্ততা। সর্বশেষ তিনি এটিভি ইউএসএর জন্য একটি ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক একটি নিয়মিত শো করতে যাচ্ছেন। খুব শিগগিরই অনুষ্ঠানটি নিয়ে তিনি নিয়মিত দর্শকের সামনে হাজির হবেন।
’