
মোঃ রিপন হাওলাদার
- অসাস্থ্যকর নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল।
অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা যায়।
অভিযানে ঢাকা জেলাধীন সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় সাহানা ফুড প্রডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গান্ধারিয়া এলাকায় নাসির ফুড প্রডাক্টস নামে অন্য একটি প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে প্রক্রিয়াকরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন ও সংরক্ষণ করা সহ লাচ্চা সেমাইয়ে অনুমোদনহীন রং ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় নাসির ফুড প্রডাক্টস এর অনুমোদনহীন মানবদেহের ক্ষতিকর রং ব্যবহার করা ২১ বস্তা লাচ্চা সেমাই ঘটনাস্থলে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানানো হয়।