
দেলোয়ার হোসেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগ কলাবাগান থানাধীন ৭৭নং সেন্ট্রাল রোড বাসার গৃহকর্মী শিশু হেনা কে গলায়পাড়া দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা মোসাঃ সাথী পারভিন ডলি কে (গত ২রা সেপ্টেম্বর) যশোর কোতাল থানা এলাকা হইতে গ্রেপ্তার করেন পুলিশ
গত (২৪ শে আগস্ট)২০২৩ইং কলাবাগান ৭৭নং সেন্ট্রাল রোডে একটি বাসায় গৃহকর্তী মোছাম্মৎ সাথী পারভিন ডলি (৪০)তার গৃহকর্মী হেনা (১০) কে নিশংসভাবে হত্যা করে বিছানার উপরে ফেলে রেখে পালিয়ে যায়৷ উক্ত ঘটনা কলাবাগান থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয় সুরতহাল রিপোর্ট অনুযায়ী শিশুটিকে হত্যা করা হয়েছে মর্মে পুলিশ কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ৷নিহত গৃহকর্মী হেনা এতিম পিতা-মাতা হীন, মুক্তাগাছা ,নন্দীবাড়ি, ময়মনসিংহ জেলার মেয়ে, আত্মীয়-স্বজনের আর্থিক অস্বচ্ছলতায় কলাবাগান থানা পুলিশ দাফন কাফনের কাজ সম্পূর্ণ করেন ৷
দুরন্ত চতুর গৃহকর্তী মোছাঃ সাথী পারভিন ডলি কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করে প্রতিদিন বিভিন্ন স্থানে অবস্থান করিত একাধিক সিসি ফুটেজ যাচাই-বাছাই করে পুলিশ তার অবস্থান নিশ্চিত করতে পারেনি৷ গত ২রা সেপ্টেম্বর কলাবাগান থানা পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে আসামি যশোর কোতয়ালী থানা এলাকায় অবস্থান করিতেছে ৷ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে কলাবাগান থানার একটি বিশেষ টিম যশোর থানার সহায়তায় আসামি সাথী পারভিন ডলি কে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয় ৷ প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামি ডলি শিশু গৃহকর্মী হেনাকে নৃশংসভাবে হত্যা করে মর্মে স্বীকারোক্তি দেয় ৷উক্ত বিষয়ে আজ ডিত্রমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৷
সরে/আর/এইচ