সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার
সংগঠন পরিচিত পর্ব –
সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও কার্যক্রম প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট:
সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ একটি মানবিক ও সেবাধর্মী সংগঠন, যার মূল লক্ষ্য হচ্ছে রক্তদানের মাধ্যমে অসহায় রোগীদের জীবন রক্ষা করা।
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২৮ আগস্ট ২০২৩ সালে। এটি শুরুতে নেত্রকোনা ব্লাড ডোনাস ক্লাব নামে পরিচিত ছিল, যা ৫ নভেম্বর ২০২৩ তারিখে বর্তমান “সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ” ওই নাম গ্রহণ করে ,মূলনীতি ও উদ্দেশ্য:সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে কাজ করে:সেবা , ঐক্য , অধিকার
সংগঠনের স্লোগান, সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ”, এর আদর্শ ও উদ্দেশ্যকে প্রকাশ করে। নেতৃত্ব ও সংগঠন কাঠামো: প্রতিষ্ঠাতা: যার হাত ধরে গড়ে উঠেছে এই সংগঠন জনাব মোঃ সাখাওয়াত হোসেন (রবিন) কেন্দ্রীয় কমিটির ৩১ জন মোট সদস্য নিয়ে সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাজের পরিধি ও অস্থায়ী কার্যালয়:
বর্তমানে সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ময়মনসিংহে অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে। সংগঠনের কার্যক্রম ৬৪টি জেলায় বিস্তৃত, যা একটি জাতীয় পর্যায়ের সংগঠন হিসেবে এর পরিচিতি তৈরি করেছে।
সংগঠনের কর্মসূচি:
১. স্বেচ্ছায় রক্তদানের আয়োজন।
২. রোগীদের রক্ত সংগ্রহ ও সরবরাহ।৩. জরুরি রক্তদানের জন্য ২৪/৭ সেবা।৪. রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টি। ৫. সামাজিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবা সংগঠনের প্ল্যাটফর্ম:ফেসবুক গ্রুপ:সূর্যতরী ব্লাড ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য:১. সারা বাংলাদেশে রক্তদান নেটওয়ার্ক গড়ে তোলা।২. আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কার্যালয় স্থাপন। ৩. রক্তদাতাদের সম্মাননা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা।
৪. স্বাস্থ্যখাতে সামাজিক উদ্যোগ গ্রহণ।
উপসংহার:সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ একদল নিবেদিতপ্রাণ তরুণের প্রচেষ্টায় গড়ে উঠেছে। এটি শুধুমাত্র রক্তদানই নয়, বরং সেবার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই সংগঠন আরো বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।
১৩/১২/২৪ ইং এর সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠান এর সূচি;
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা এবং গন অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার জনপ্রতিনিধি, জনাব হীরামন আহমেদ হিরণ ,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ সাখাওয়াত হোসেন (রবিন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বর্ণপ্রাপ্ত চেয়ারম্যান ১১ নং গোয়ালাকান্দা ইউনিয়ন এবং যুগ্ম আহবায়ক,পূর্বধলা উপজেলা বিএনপি সম্মানিত জনাব আল মানুম শহীদ ফকির, আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ১১ নং গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদ, এবং যুগ্ম আহবায়ক, পূর্বধলা উপজেলা যুবদল সম্মানিত জনাব আসাদুজ্জামান ডানো।এবং
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত জনাব মোঃ নুরুল আলম, শ্যামগন্জ পুলিশ তদন্ত কেন্দ্র, আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদ এর সম্মানিত দপ্তর সম্পাদক জনাব মোঃ সোহাগ তালুকদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী আইসিটি শিক্ষক শ্যামগন্জ কামিল মাদ্রাসা জনাব মোঃ তরিকুল ইসলাম এবং মোঃ সাইফুল্লাহ, পরিচালক, চ্যালেন্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা দ্বায়িত্ব পালন করেন,সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রুমন মিয়া এবং সম্মানিত সহ-সাংগঠনিক সম্পাদক অত্র ফাউন্ডেশন জনাব নুর মোহাম্মদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি জনাব শেখ মনির হোসেন উজ্জ্বল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এর ৬৪ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এর প্রতিনিধিগন। অতিথিগন এর মূল্যবান অনেক বক্তব্য দিয়েছেন,তার মধ্যে অন্যতম বাংলাদেশ এবং পোরো পৃথিবীর বর্তমান ব্লাড কতটুকু প্রয়োজন হয় প্রতিদিন এবং কতটুকু ব্লাড ডোনার পাওয়া যায় এর মধ্যে প্রায় ৩০% ব্লাড সেচ্ছাসেবী সংগঠন গুলো থেকে দেওয়া হয়।
সেচ্ছায় করি রক্তদান…….হাসবে রোগী বাঁচবে প্রাণ এর স্লোগান বুকে লালন করে একঝাক সেচ্ছাসেবী এগিয়ে যাচ্ছে। যেকোনো রক্তের প্রয়োজনে অথবা যোগ দিতে চাইলে যোগাযোগ করুন :মোবাইল : 01759752550- সাধারণ সম্পাদক : 01906980524 – দপ্তর সম্পাদক