রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে সারে ৭৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ। 

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ২৩ ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শামিম আহমেদ

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৭৭,৪১,২০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২১ নভেম্বর ২০২৪ তারিখ ২৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৭,৪১,২০০/- (সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় অলিভ ওয়েল ৩১১ পিস, বাঁজি ২৯৪২৩ পিস, বডি লোশন ২৫৮ পিস, ঘি ৪৫৯ পিস, চিনি ১০৯৮০ কেজি, বিয়ার ৮৮ বোতল, গাঁজা ২২ কেজি, মলম ৬২৬ পিস, চাউল ৪৮৬ কেজি, এনার্জি ড্রিংস ১৪৯০ পিস, মেসওয়াক ২১৫ পিস, বুরুজ ৬৪৯ বক্স, মশার কয়েল ২৬২০ পিস,  মোটরসাইকেল ০২টি, অটোরিক্সা ০১টি, হুইস্কি ৯১ বোতল, ফেন্সিডিল ১০১ বোতল, ইস্কফ সিরাপ ১০৪ বোতল এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলে ২৫০০০ পিস।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।

তিনি আরও জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান থাকবে।

ADVERTISEMENT

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …