মোজাহের ইসমাইল নাঈম. নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সুর্বণচর উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাহার ইশরাক শাবাব চৌধুরী প্রথম মাসিক সমন্বয় সভায় যোগদান করেন।এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার(৪জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে,মাসিক সমন্বয় সভায়,সুর্বণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুবর্ণচর ও সদর উপজেলার সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সুযোগ্য সন্তান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাহার ইশরাক শাবাব চৌধুরী,উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন,নবনির্বাচিত মহিলা ভাইসচেয়ারম্যান মুন্নী আক্তার,চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ ভুঁইয়া,উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ এছাড়া আরও উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন,সুর্বণচরে আজ থেকে কোন চাঁদাবাজি,সন্ত্রাসী, মদ,গাজা,ইয়াবাসহ সকল প্রকার অপকর্ম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো।এছাড়া সুর্বণচরের আশেপাশে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে,সেজন্য চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।কেউ যদি মাদকদ্রব্যের সাথে জড়িত হয় বা,অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে এদের ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়।
এছাড়া অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।