
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
অদম্য মেধাবী তামান্না আক্তার ঊর্মি। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম ও গৃহিণী তাসলিমা বেগম দম্পতির বড় মেয়ে। মেধাবী তামান্না আক্তার ঊর্মি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঊর্মি ও তার বাবা-মা।
ঊর্মি দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং এইচএসসিতে নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এমন খবর জানতে পেরে ভর্তির যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। সোমবার বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গিয়ে ঊর্মির হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন এই বিএনপি নেতা।
বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে ডেন্টাল কলেজে ভর্তির ব্যবস্থা করতে পেরে সত্যিই আমার খুব ভালো