
মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ মুক্তিযোদ্ধা কলোনীর আলেয়া মেম্বার ও নুর মাওলা কুটির মালিকানাধীন বসতঘরে সন্ত্রাসী কায়দায় হামলা করে ভাংচুর ও লুপাট করেছে একদল চিহ্নিত যুবক। এবিষয়ে ভুক্তভোগী আলেয়া মেম্বার বাদী হয়ে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী আলেয়া মেম্বারের অভিযোগে ও মামলা সুত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২ টার সময় একই কলোনীর মৃত শামসুল হকের ছেলে শফিক উল্লা(৩৮) ও মোঃ রাজু (২৪) আলেয়া মেম্বারের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
পরদিন ২৬ জানুয়ারি সকাল ১০ টায় চাঁদাবাজরা তাদের অপরাপর ভাই মোহন( ৩২), মামুন (২৮) ও সুজনসহ( ২৫) আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলেয়া মেম্বার ও নুর মাওলা কুটির বসতঘরে হামলা করে দরজা জানালা ভেঙ্গে লুটপাট চালায়। এসময় তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে যাওয়ার সময় তারা বসতঘর ভেঙ্গে ছালসহ ঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে যায়। বসতঘরের জায়গাটি জবরদখলে করে ঘরের ভিটি কেটে মাটিয়ে সমান করে ফেলে। তাদের এহেন সন্ত্রাসী কাজে বাঁধা দিতে আসলে তারা আলেয়া মেম্বারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে আলেয়া আরো অভিযোগ করে বলেন, এসব সন্ত্রাসীরা স্থানীয় একজন নেতার যোগসাজশে এসব সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।