
কামাল উদ্দিন– নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়ন ও ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন দক্ষিণাঞ্চল নদীর গর্ভেবিলীন হয়েছে শত শত বসত বাড়ি। এলাকার মানুষের দাবি নদী ভাঙ্গন রোধ চাই নদীতে ব্লক বাদ চাই।সুবর্ণচর দক্ষিণাঞ্চল একটি কৃষিপ্রধান এলাকা এখানে প্রতি বছর চাষাবাদ হচ্ছে হাজার হাজার টন ধান লক্ষ লক্ষ টাকার সবজি এখানকার মানুষ কৃষি কাজ করে তাদেরজীবিকা নির্বাহ করে। গত ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৫০০ থেকে ১৬০০ পরিবারের ঘরবাড়ি নদীতে ভেঙ্গে যায়। এছাড়াওপ্রায় 15 টি মসজিদ,চারটি বাজার,স্কুল,মাদ্রাসা, সহ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নদীতে চলে যায়।ঘরবাড়ি হারিয়ে মানবতার জীবন যাপনকরছে এ অঞ্চলের মানুষ।তারা জানান কারো কাছ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না।এছাড়াও সবার দাবি নদীর ব্লকচাই।ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনা করতে পারছে না,পেটের দায়ে ছোট ছোট ছেলে হয়। মেয়েদেরকে কাজ করতে হয়।ব্রিক ফিল্ডচায়ের দোকানে এছাড়াও বিভিন্ন কষ্টকর কাজ। একেবারে শিক্ষার শূন্যতা হয়ে পড়েছে এ অঞ্চলে।