সুবর্ণচরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজে প্রফেসর মোঃ জামাল নাছিরের আগমনে সুধি সমাবেশ
মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি
নেয়ায়ালী সুবর্ণচরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর জামাল নাছেরের আগমনে সুধি সমাবেশ অনুষ্ঠিতহয়।
৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় খলিল উল্যাহ মিয়া কলেজে সুধি সমাবেশের আয়োজন করা হয়,আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ কৃর্তপক্ষের উদ্যোগে।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী বোর্ডের সভাপতি একেএম মিজানুর রহমান দিপকের সঞ্চালনায়, আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে সুধি সমাবেশ কার্যক্রম শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা’র শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাউশি কুমিল্লা কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পটোয়ারী।
আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হেলাল মোশাররফ, কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ হানিফ, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোঃ হারুন, নোয়াখালী পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাকদির হোসেন, আব্দুল মালেক উকিল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষও অধ্যাপক এনামুল হক, চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যাপাক জামশেদুর রহমান কিসলু। নোয়াখালী জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, হাবিব উল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশ্বর চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূঁইয়া, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগ নেতা নুরুল ইসলাম মানিক, বশির আহমদ, ইউপি সদস্য মোহাম্মদ আবু কাউছার, মোঃ আইয়ুব আলী, মোঃ মোনিন উল্যাহ, রিয়াজুল মাওলা চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ
আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক অশ্রুসজল চোখে বলেন,একদিন আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজ হবে এই সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ কলেজ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন প্রত্যান্ত অঞ্চলে কলেজটি হবে মেধা বিকাশের আরেক উধাহরণ”
“মাদক সন্ত্রাস নিরসনে ও নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে, শিক্ষিত জাতি গড়তে আগে নিজেকে তৈরী করতে হবে, কলেজ করলে হবেনা, এলাকার সকল অভিভাবক শিক্ষার্থীরা সকলে এগিয়ে আসতে হবে, সকলের প্রচেষ্টায় একদিন সুবর্ণচরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যান্ত অঞ্চলে এমন কলেজের বিকল্প নেই” আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে অতি দ্রুত কলেজ অনুমোদনের সকল কাগজপত্র রেডি করে দিবো ইনশাআল্লাহ।