
নিউজ ডেস্ক:
“আগামীর বাঞ্চারামপুর হবে শিক্ষার আলোয় উদ্ভাসিত”
—বাঞ্ছারামপুরে রফিক সিকদার।
আজ ৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় “ছলিমাবাদ ইউনিয়ন আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা” অনুষ্ঠান উদাযাপিত হয়েছে।
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি লাল ফিতা কেটে এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকালে খেলার মাঠে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী বাঞ্ছারামপুরের কৃতিসন্তান মানবিক নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট রফিক সিকদার।
আজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মানবিক নেতা এ্যাডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথি রফিক সিকদার তার বক্তব্য বলেন, “আগামীর বাঞ্ছারামপুর হবে শিক্ষার আলোয় উদ্ভাসিত। শিশুর মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকভাবে পড়াশোনা করাতে হবে।”
উক্ত অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হকের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি, শিক্ষক নেতা শাহজালাল টিপু, বিএনপি নেতা মতিউর রহমান জালু, আব্দুল্লাহ আল মামুন।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশ্রাফবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সলিমাবাদ ইউনিয়নের ১৬টি বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের মিলন মেলায় এই সুন্দর আয়োজন ছিলো খুবই আনন্দদায়ক।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠানটি।
###