ভ্রাম্যমান প্রতিনিধি– চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গণশুনানী ও সেবা প্রার্থীদের দ্রুততার সাথেকাজের সহযোগীতা ও আপ্যায়ন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন গণশুনানীর এইআয়োজন করেন।
কারণ ভূমি কার্যালয়ে আসা সেবা প্রার্থী বাদি–বিবাদি মামলার শুনানীর সময় উপস্হিত অন্যান্য সেবা প্রার্থীরা যাতে তা অবলোকনকরতে পারে। সে জন্যই এ ধরনের গণশুনানীর আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রত্যকটি মামলা উভয়ের তর্কবিতর্ক শুনেঅল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করেন।
গণশুনানীর সময় উপস্হিত ছিলেন, ভূমি কার্যালয়ের অফিস সহকারী সবদের হোসেন,কানুনগো সুব্রত দেওয়ান, সার্ভেয়ার মোঃ নিজামউদ্দিন,মোঃ কামরুল ইসলাম,মোঃ সজিব হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রার্থীরা।এছাড়া সেবা নিতে আসা সেবাপ্রার্থীদেরকে নাস্তা ও কফি আপ্যায়ন করানো হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, কার্যালয়ে আসা সেবা প্রার্থীরাযাতে মামলার শুনানী নিয়ে কোন সন্দেহ প্রকাশ করতে না পারে এ জন্য আমি সেবা প্রার্থী সকলের উপস্হিতিতে গণশুনানীর এইআয়োজন করি।
সপ্তাহে দুইদিন সোমবার ও বুধবার এই গনশুনানাী চলমান থাকবে বলেও তিনি ঘোষনা দেন। এতে সেবা গ্রহীতারা হয়রানী থেকে মুক্তিপাবেন বলে তিনি মনে করেন।