সীতাকুণ্ড প্রতিনিধি– চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিকভবন ,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনের সাংসদ আলহাজ্ব মো. দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সীতাকুন্ড চট্টগ্রাম। এসএম মোস্তফাআলম সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সীতাকুন্ড। তোফায়েল আহমেদ অফিসার ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা।আলহাজ্ব নাজিম উদ্দিন চেয়ারম্যান ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ। রবি চন্দ্র দাস সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কান্তি লাল আর্চায্য প্রধান শিক্ষক,ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে,বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী ও বিভিন্ন ইউনিয়নআওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মো. দিদারুল আলম এমপি বলেন, বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার সরকারের অবদানেউন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক তখনই জামাত–বিএনপির কুচক্রী মহল হরতাল অবরোধ ডেকে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকেবাধাগ্রস্ত করার চেষ্টা করে।
এমপি আরো বলেন, তারা বুঝতে পারে নাই আমরা মুজিবের সৈনিক, কোন বাধা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরাজননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার অংশীদার হতে কোন কিছুকে আমরা ভয় করি না। তিনি বলেনজননেত্রী শেখ হাসিনা শিক্ষার খাতে অনেক বিরল ভূমিকা রাখছেন।তিনি মনে করেন যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। তাইতারই ধারাবাহিকতায় এই সীতাকুন্ডে ৫০টার অধিক শিক্ষা প্রতিষ্ঠান আমি করেছি। এছাড়াও রাস্তাঘাট কালভার্ট ব্রিজ অ্যাম্বুলেন্সচিকিৎসা সবকিছুতেই আমি ভূমিকা রেখেছি। আমি দল বেঁচে খাই না, আমি ব্যবসায়ী সরকারের উন্নয়ন তহবিল ছাড়াও আমি নিজেরব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা গরীব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করেছি।
তিনি বলেন, আমি এমপি হওয়ার আগে এই সীতাকুণ্ড উপজেলা ছিল দখলবাদ ,চাঁদাবাজের আগ্রা। আগামী দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি ছাড়াও আরো যারা মনোনয়ন প্রত্যাশী আমি মনে করি সকলেই যোগ্য। এলাকার সাধারণজনগণ যদি আমার পাশে থাকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেয় তাহলে বিগত ১০ বছরের মত আবারও আপনাদেরপাশে থেকে আপনাদের সেবা করতে পারব ইনশাল্লাহ।
আরো বলেন, আমি মনোনয়ন পাই না পাই সেটা বড় কথা না আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সেটা যে কোন কিছুর বিনিময়ে। আজকেও আমি নির্দেশ দিয়েছি বিভিন্ন ইউনিয়নেরআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করার জন্য। সীতাকুণ্ডের সাধারণ জনগণেরজানমালের নিরাপত্তা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে দিতে হবে। এবং আগামীকালও আমাদের হরতাল ও অবরোধ বিরোধীকর্মসূচি থাকবে। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন অভিভাবক ও নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন।