দিদারুল আলম– চট্টগ্রাম সীতাকুণ্ডে মহাসড়কে ককটেল বিস্ফোরণ,গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেফতারকরেছে র্যাব–৭।
শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ও চট্টগ্রামের আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে র্যাব–৭।
আটককৃতরা হলেন– সীতাকুণ্ড উপজেলার আকিলপুর এলাকার জকিল আহম্মদের পুত্র মো. রেজাউল করিম (৩০) ও মধ্যম বাঁশবাড়িয়াএলাকার মৃত মোতালেব চৌধুরীর পুত্র নূরুল আবসার চৌধুরী (৫০)।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ১ নভেম্বর বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পস্থিছিলাএলাকায় সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম এর মালিকানাধীন ব্রাদার্স ট্রান্সপোর্ট এজেন্সির একটি রড বোঝাই লরি গাড়ীতেপেট্রল বোমা নিক্ষেপ করা হয়।
এঘটনায় সুপারভাইজার মনির উদ্দিন (২৩) বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকেআসামি করে নাশকতার মামলা করেন।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরুল আবসার চৌধুরী ও রেজাউল করিম নামের দুজনকে আটক করা হয়েছে। তিনি আরওবলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে আটককৃতদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখযে, পহেলা নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌরসদরের উত্তরে শেখপাড়া নামক স্হানে মোটর সাইকেলে করে ২জন আরোহী এসে ঢাকামুখী রড বোঝাই একটি লরিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া ২ জনকেই র্যাব–৭আটক করতে সক্ষম হয়।