ভ্রাম্যমাণ প্রতিনিধি-ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড,মিরসরাইয়ে লোহার ধারালো পাত রাস্তায় ফেলে নতুন প্রদ্ধতিতে নাশকতা আলামত পাওয়া গেছে, তবে এটি নাশকতা না অন্য কিছু পুলিশ খতিয়ে দেখছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামাল উদ্দিন পিপিএম আমাদের সময় কে জানায়,শুক্রবার রাত শুরু থেকে শেষ রাত পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্হানে ত্রিভূজ ন্যায় ধারালো লোহার পাত বিশেষ ভাবে বানানো এই বস্তুগুলোর রাস্তায় কে বা কারা ফেলে রাখে,ছোট ত্রিভুজ আকারের লোহার বস্তু হওয়ায় চালকদের নজরে পড়েনি,এসব বস্তুর উপর দিয়ে চাকা উঠার সাথে সাথে চাকা পাংচার হয়ে যায়,এতে সীতাকুণ্ডের বিভিন্ন স্হানে অর্ধ শতাধিক গাড়ী পাংচার হয়,এছাড়া পাশ্ববর্তী মীরস্বরাই থানা এলাকাতেও অর্ধশতাধিক গাড়ী চাকা পাংচার হওয়ার খবর পাওয়া গেছে।
লোহার পাতে পাংচার হওয়া এক কারচালক কামরুল ইসলাম জানায়,ফকির হাট এলাকায় তার গাড়ীর চাকা পাংচার হয়,নেমে চেক করে দেখি বিশেষ ভাবে বানানো ধারালো একটি লোহার পাত তার গাড়ীর চাকা তে লেগে চাকা কেটে গেছে।
সীতাকুণ্ড, মীরসরাই সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম আমাদের সময় কে জানায়, সীতাকুণ্ডের বায়েজিদ অক্সিজেন রোডে প্রায় ৫০ টি গাড়ী ধারালো লোহার পাতে লেগে চাকা পাংচার হয়,তাছাড়া সীতাকুণ্ডের মহাসড়কে আরো ত্রিশটি গাড়ী মোট ৭০ টি গাড়ী চাকা পাংচার হয়। খবর পেয়ে পুলিশের বিশেষ টহল দল গাড়ীগুলো কে নিরাপত্তা দেয়া সহ দ্রুত চালুর ব্যবস্হা করে দেয়,মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।মীরসরাইও অর্ধ শতাধিক গাড়ী চাকা পাংচার হযেছে এমন বস্তুর আঘাতে।
এরপর পুলিশ ত্রিভূজ ন্যায় ধারালো লোহার বত্তুগুলো উদ্ধারে নামে। মহাসড়কে প্রায় ৫০০ শত লোহার বত্তু কুড়িয়ে পায় পুলিশ।
এমন ঘটনায় পুলিশ কিছুটা চিন্তিত হয়ে পড়ে।তবে ধারনা করা হচ্ছে এসব নাশকতা করার লক্ষেই এগুলো মহাসড়কে ফেলে রাখে দূর্বৃত্তরা।
এব্যাপারে সন্দেহ ভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রী কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত চলছে।