ভ্রাম্যমাণ প্রতিনিধি – সীতাকুণ্ডে হরতাল ও অবরোধের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ।
জানাযায়,সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়ার নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে অবরোধের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুরপাল্লার যানবাহন নির্বিঘ্ন যাতে চলাচল করতে পারে সে জন্য বাসষ্ট্যান্ডে দীর্ঘক্ষণ অবস্হান করেন।
পরে মিছিল নিয়ে মহাসড়ক হয়ে পৌরসদরে প্রবেশ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করে। এতে উপস্হিত ছিলেন,উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম,সহ-সভাপতি সভাপতি ৪নং মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাহার,উপজেলা আঃলীগ যুগ্ন সম্পাদক মোঃ সাঈদ সিয়া,১নং ইউনিয়ন আঃলীগ সেক্রেটারী খোরশেদ আলম,আঃলীগ নেতা সাহাবুদ্দিন,মোঃ সেলিম,উপজেলা ছাত্রলীগ মোঃ রেহান উদ্দিন প্রমূখ।
অপরদিকে সীতাকুণ্ডে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সকালে ভাটিয়ারী মহাসড়কে বাঁশ ও ইট রাস্তার উপর ফেলে পিকেটিং ও বিক্ষোভ করে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্হলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়।