বিশেষ প্রতিনিধি- সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের দৌড়ভাগ এলাকার প্রত্যন্ত অঞ্চলে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া নৌকার মনোনয়ন না পাওয়ার ২/৩ দিন পর তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণে এলাকার জনগণ আতংকিত এবং এই ঘটনার সমালোচনা ব্যস্ত।
এমনকি উক্ত ঘটনায় তৃনমূলের অধিকাংশ নেতাকর্মীদের মাঝে এখনো মান অভিমান বিরাজমান। নানা চড়াই উৎড়াই এর মধ্যে গত বৃহস্পতিবার ৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরা ছাড়াও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু অত্র অঞ্চলের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না এ দ্বীধা-দ্বন্দ্বে ভূগলেও স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে কিছুটা স্বস্হিতে আছে।
তাই প্রার্থীতার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় উঠে। এতে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের মাঝে স্বস্হি ফিরে আসে।
তবে, বর্তমান স্হানীয় এমপি সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা করলে আর বাকী স্বতন্ত্র প্রার্থী থাকে ২ জন যার মধ্যে (১) বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক এবং আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান(এম এসসি) এবং (২) মোহাম্মদ সালাউদ্দিন (অনার্স মাষ্টার্স)।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়,স্হানীয় সাংসদ নির্বাচন করবে না বলে ঘোষনা দেয়ায় অন্য প্রার্থীরাও কোন এক অদৃশ্য শক্তির কারণে নির্বাচন থেকে সরে যায় কিনা, এই গুঞ্জন ভোটারদের মুখে মুখে।
তবে যে কোন অদৃশ্য শক্তিকে পাত্তা না দিয়ে যদি শিল্পপতি ইমরান ভোটের মাঠে টিকে থাকে, তাহলে ভোটের হাওয়া ঘুরে যেতে পারে।
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার উৎসাহ উদ্দীপনা থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা।কারণ ইমরান নির্বাচনের আগে বহুবছর থেকে স্হানীয় গরীব দুঃখী মানুষেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে ।
তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক সংস্হা গুলোকেও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে।
এতে করে তার গড়ে তোলা অবস্হান সাধারণ জনগণসহ বিভিন্ন দলের ভোটারদের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করে।
এখন অত্র অঞ্চলের প্রত্যন্ত গ্রামে গঞ্জে বিভিন্ন চায়ের দোকানে ভোটারদের মাঝে আলোচনায় উঠে আসে শেষ পর্যন্ত লায়ন ইমরান ভোটের মাঠে টিকে থাকবে কিনা।