

মো: ওমর ফারুক খান জুবায়ের, জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)।। হঠাৎ ইটের দর পতনে মারাত্বক ক্ষতির মুখে পড়েছেন সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ইট ভাটা ব্যবসায়ীরা। হঠাৎ এমন দর পতনের পিছনে পাবনা থেকে আসা খড়ি দিয়ে পোড়ানো অতি নিম্নমানের ইটের ব্যবহারকে দায়ী করছেন স্থানীয় ইট ভাটা ব্যবসারীরা। রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জনাব মো: গোলাম হোসেন শোভন সরকার দৈনিক সরেজমিন বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরাজগঞ্জে পর্যাপ্ত ইট ভাটা আছে এবং সিরাজগঞ্জের ইটের মানও অনেক ভাল কিন্তু পাবনা এবং সিরাজগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ীরা যোগ সাজশে পাবনা থেকে কম মূল্যে আনা খড়ি দিয়ে পোড়ানো অতি নিম্নমানের ইট সরকারী উন্নয়ন কাজে ব্যবহার করছে ফলে সিরাজগঞ্জের উৎপাদিত ইট বাজারে বিক্রি করা যাচেছ না। আমরা প্রশাসন ও সরকারী প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষন করছি যাতে পাবনার খড়ি দিয়ে পোড়ানো নিম্নমানের ইট সরকারী উন্নয়ন কাজে ব্যবহার করা না হয়। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার একাধিক ইট ভাটা ব্যবসায়ীর দাবী, এবছর কয়লার দাম খুব বেশী ছিল বিধায় পাবনার খড়ি দিয়ে পোড়ানো ইট ভাটা ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পাচ্ছে। পাশাপাশি পাবনার পরিবেশ অফিস এসব অনিয়ম ও মারাত্বক পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড দেখেও না দেখার ভান ধরে বসে আছে”।