শাহীন খান
সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে শামীম তালুকদার লাবু এর নামে গ্রেজেট প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে মোঃ শামীম তালুকদার লাবু বিজয়ী হওয়ায় এ ফল গ্রেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশনার।
বুধবার (২৭ মার্চ-২০২৪ খ্রীঃ) নির্বাচন কমিশনার সচিবালয়ে এক গ্রেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থী মোঃ শামীম তালুকদার লাবু এর নাম ও ঠিকানা প্রকাশ করে। পরবর্তী দিন তারিখ নির্ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ৯ মার্চ -২০২৪ খ্রীঃ শনিবার সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।