
জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) || জেলাব্যাপী ব্যাপক পুলিশি অভিযান এবং দলীয় নেতা কর্মীদের গণগ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা | জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতা কর্মীদের গ্রেফতার ও জেলাব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের জেলা আমির মাও শাহিনুর আলম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই ২৩ ইং বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি না দিয়ে নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি এবং আওয়ামীলীগের দলীয় লোক দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করা হয় | আমরা আওয়ামীলীগ ও পুলিশের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই |