
সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক খান জুবায়ের | দৈনিক সরেজমিন বার্তায় দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই ঈদ সিরাজগঞ্জবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও আনন্দ | সবাই যেন উপলব্ধি করতে পারে যে, ঈদ উল আযহার প্রকৃত মর্ম উপলব্ধি করে ব্যাক্তি জীবনে তা পরিচর্চা করে মানবতার কল্যানে নিজের ব্যাক্তি স্বার্থ পরিত্যাগ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানী দায়িত্ব” | এই ঈদে মুসলিম উম্মাহর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা পরিবৃদ্ধির আহবানও জানান তিনি | তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ যে রাজনৈতিক সংকট মোকাবেলা করছে তার একমাত্র সমাধান মুসলিম বিশ্বের ঐক্যের মধ্যেই নিহিত রয়েছে” |
একই বার্তায় তিনি সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীর নিকট আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেন |