চট্টগ্রাম ব্যুরো:
ক্ষমা করো, ধৈর্য ধরো,
হউক সুন্দরতর
বিদায়ের ক্ষণ।
মৃত্যু নয়, ধ্বংস নয়,
নহে বিচ্ছেদের ভয়–
শুধু সমাপন।
বিদায়লগ্নে দাঁড়িয়েও যিনি তাঁর ভাবনাজুড়ে রেখেছেন চট্টগ্রাম মহানগরীর জনসাধারণের টেকসই নিরাপত্তার বিষয়টি, যিনি ভেবেছেন সিএমপি পরিবারের প্রতিটি সদস্যের দীর্ঘস্থায়ী কল্যাণের বিষয়টি, যিনি শত বাধা-বিপত্তির মুখেও তাঁর উপর অর্পিত দায়িত্বে ছিলেন বজ্রকঠিন, মানবের তরে যিনি ছিলেন ফুলের মতো কোমল—সিএমপিতে তাঁর সফল অধ্যায়ের পরিসমাপ্তি হতে আর একটি দিনেরও কম সময় বাকি। পরিস্থিতিভেদে কঠোর ও কোমলের দারুণ সংমিশ্রণে উজ্জ্বল ও স্মরণীয় পরিসমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ ২ জুলাই ২০২৪ ইং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, এর পদোন্নতিজনিত বদলি উপলক্ষ্যে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সিএমপির পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের সকল ইউনিটের অবিভাবকের বিদায় সংবর্ধনাটিও আয়োজন করা হয় এই অঞ্চলের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপির বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সের উপস্থিতিতে। নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তার বিদায়ে বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আজ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন, এই অনুভূতি হৃদয় থেকে নির্গত এক অকৃত্রিম অনুভূতি যেখানে ছিল না কৃত্রিমতার কোনো ঠাঁই।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কমিশনার কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (চট্টগ্রাম), জেলা পুলিশ চট্টগ্রাম, রেলওয়ে পুলিশ চট্টগ্রাম, পিবিআই চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিনের
সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, এন্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোঃ মুসলিম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারীশ সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।