চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ঈদ উৎসব। ধনী–দরিদ্র সবার জন্য এই আয়োজনেরয়েছে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, শিশুদের জন্য বিভিন্ন রাইডস, মায়েদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন।
শুক্রবার (৩০ জুন) ঈদের দ্বিতীয় দিন এই আয়োজন শুরু হয়েছে যা ১জুলাই শনিবার ও দিনব্যাপী চলবে। নগরীর বাকলিয়ার অভিজাতরাজবাড়ি কনভেনশন সেন্টারে। সেখানে নগরীর ছিন্নমূল ও নিম্ন আয়ের প্রায় ১০০০ মানুষ অংশগ্রহণ করেন। তাদের বেশিরভাগ শিশু,মহিলা ওবৃদ্ধ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন,
ধনী–গরীবের বৈষম্য দূর করার জন্য বিদ্যানন্দ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকি আমরা । ছিন্নমূল মানুষকে সাধারণত ত্রান–দানকরা হয়। কিন্তু তাদের কখনো দাওয়াত করে বাসায় অথবা অভিজাত কমিউনিটি সেন্টারে খাওয়ানো হয়না। বৈষম্য শুধু আর্থিক হয় তা না,মনেরকিংবা চিন্তার বৈষম্যই সবচেয়ে বড় বৈষম্য। এই আয়োজনের মাধ্যমে আমরা সেটি ভাঙ্গতে চেয়েছি।
ষোলশহর বস্তি থেকে আসা রহিমা বিবি বলেন “এরকম এত সুন্দর এসি কমিনিউটি সেন্টারে আমি কখনো প্রবেশের সুযোগ পাইনি, এতো সুন্দরআয়োজন সম্মান করে কেউ কখনো খাওয়ায়নি, আমি খুব খুশি“