
মোঃগিয়াস উদ্দিন লিটন-সিএমপির হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে হালিশহর থানা পুলিশের।
এএসআই মিনহাজ আহমেদ, এএসআই সনজয় মালাকারসহ একটি আভিযানিক টিম গত (১৪/০৫/২৪ইং দিবাগত) রাত ০২:৩০টা থেকে ০৩.০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিআর সাজা (০৪ মাসের দেওয়ানি আটকাদেশ), অর্থজারি নং- ৩৬১/২০২২ মূলে পলাতক আসামি মোঃ নাসির উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেন।