সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মামার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে তুলে নিয়ে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ধর্ষণের অভিযোগে সিংগাইর থানায় সোমবার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই গৃহবধূ।২৫ জুলাই রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।আসামিরা হলেন, ইসমাইলের ছেলে শরীফ (৩৮), মৃত মুন্না মোল্লার ছেলে হযরত মোল্লা (৪৫) ও রমিজ (৪০) সহ অজ্ঞাত কয়েকজন। ওই গৃহবধূ জানান, মামার বাসায় জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে মাগরিবের নামাজের পর ৭ টার দিকে তাদের বাড়িতে যাওয়ার জন্য তার ছেলেকে সাথে নিয়ে বের হয় যান তিনি।মাঝপথে মুখ বেধে আমাকে শরীফ ও হযরত মোল্লা আমার বাড়ীর পার্শ্বে কলা বাগানের ভিতরে নিয়া যায়। এক পর্যায়ে শরীফ তাকে ভেতরে নিয়ে আমার হাত পা বেধে ধর্ষন করে। ওই সময় তার সঙ্গীরা বাইরে পাহারায় ছিলেন।তিনি বলেন, আমি আমার মুখ থেকে গামছা খলে চিৎকার করলে আমার মা ও আমার মামা আসে তখন আসামীরা পালিয়ে যায়। আমাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শরীফকে প্রধান আসামি করে বাকিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।