মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রামগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যা লি শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মিজ ইসমত জাহান তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নজরুল ইসলাম , সহকারী তথ্য অফিসার মোঃ তৌহিদ, উপজেলা ইঞ্জিনিয়ার নাইমুর ইসলাম ,উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আঞ্জুম, উপজেলা ফরেষ্ট অফিসার মোঃ আজাদ, রামগড় থানার পুলিশ অফিসার এ বি এম তারেক হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।