মো:মোশারফ হোসেন
জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে উত্তরার বসবাসরত সাংবাদিকরা।
হামলা ও হত্যার বিচারের দাবিতে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাস স্ট্যান্ডে উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে উক্ত মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী ,সাবেক সভাপতি রাসেল খান ,সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি-রিপন মিয়া,মহিলা সম্পাদক-মাই টিভি প্রতিনিধি -মাহমুদা আক্তার পুষন,দপ্তর সম্পাদক-হামিম,বি ডব্লিউ”র সাংবাদিক-রানা, সরেজমিন পত্রিকার-রিপোর্টার-মোশারফ হোসেন,সিনিয়র সাংবাদিক -মনির হোসেন জীবন,আব্দুল আল মামুন,মনিরুজ্জামান ,বিজয় টিভি প্রতিনিধি-আজাদ,সাংবাদিক -মিরাজ সিকদার-এশিয়ান ইনকোয়ারীর-জালাল হোসেন,মাইটিভির বৃহত্তর উত্তরার মাইটিভি প্রতিনিধি -শাহজালাল জুয়েল সহ উত্তরার প্রায় অর্ধশত সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকরা বলেন-জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাপ রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ, সেই সাথে এ ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।
বক্তারা আরোও বলেন-শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়, সারা দেশ জুড়ে চলছে সাংবাদিকদের হত্যা, হয়রানি মূলক মামলা, হামলা, অত্যাচার সহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা, অথচ সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক, জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ, মহান এই পেশারটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য, সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সন্ত্রাসীরা,
এদের বিরুদ্ধে প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আগামী দিনগুলোতে এসব নৈরাজ্য মূলক তাণ্ডব চালাতেও তারা পিছু হাঁটবে না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের অপকর্ম নিয়ে পত্রপত্রিকা সহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হয় তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে আমরা দেখি না, কিন্তু সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্য একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হয় না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়,
এমনকি তাদের বাড়িতেও হামলা হয়, অথচ প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া অপরাধীদের বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদিক মাধ্যমে উঠে আসে, যেখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর গুলো সাংবাদিকদের কাজে সহায়তা করার কথা, তাই আসুন সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আর অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলছে এবং চলবেই, এই কলম যারা থামাতে আসবে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।